স্টেপ আয়োজিত বিশ্বব্যাংক ও কানাডা সরকারের সহযোগিতায় ইন্সটিটিউট পর্যায়ে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস কম্পিটিশন ২০১৭ অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৩১ টি ভিন্ন মাত্রার প্রোজেক্ট স্থান পায়। ভিন্ন আঙ্গিকে সিকিউরিটি, বিকল্প বিদ্যুৎ, কাপড়ের ভিন্ন ব্যবহার সহ যানজট নিরসন বিষয়ক প্রকল্প শিক্ষার্থীরা উপস্থাপন করে। পরবর্তীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারি বিজয়ীদের মাঝে নগদ অর্থ সহ ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক ও বিএসডিআই-এর এডভাইজার জনাব কে এম হাসান রিপন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম।