“দেশকে ভালোবাসুন
দুর্নীতিকে না বলুন
মা বাবাকে সম্মান করুন।”
কথাটি আমাদের কারো না, কথাটি বলেছেন বংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গণে বীরদর্পে যুদ্ধ করা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ। তিনি আজ আমাদের মাঝে উপস্থতি হয়ে সেই ১৯৭১ সালের ভয়ার্ত রাত, দেশকে স্বাধীন করার ইচ্ছা, যুদ্ধে যেয়ে শত্রুর সামনে বুক চিতিয়ে মেশিনগান চালান এবং অনেক রক্তের বিনিময়ে দেশকে স্বাধীনের ঘটনাগুলো তুলে ধরেছেন। জাতির এই মহান সন্তান বারবার শুধু একটা কথাই বলেছে গেছেন, “আমরা এই দেশকে এত ত্যাগের বিনিময়ে স্বাধীন করেছি, আপনাদের কাছে একটাই দাবি দেশটাকে ভালবাসুন আমরা আর কিচ্ছু চাই না।” ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি” এবং পুরো বাংলাদেশ কৃতজ্ঞ আপনার মত জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে।